শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমফান ঝরে ক্ষতিপূরণের দাবিতে বিডিও অফিসে বামফ্রন্টের প্রতিবাদ সভা

News Sundarban.com :
জুন ২৫, ২০২০
news-image

ঝোটন রয়, নামখানা:

আমফান ঝড়ের ক্ষতিপূরণের দাবিতে নামখানা বিডিও অফিসে ডেপুটেশন ও প্রতিবাদ সভা। বৃহস্পতিবার বিকেলে বামফ্রন্টের কর্মীবৃন্দরা বিডিওকে ডেপুটেশন দেন। তারপর শুরু হয় প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি, সজল ঘড়োই, প্রবীর পাল, উপস্থিত ছিলেন পদ্মলোচন মন্ডল, অখিল চন্দ্র দাস প্রমূখ ব্যক্তিবর্গ।

কান্তি গাঙ্গুলি বলেন, পেটের জ্বালা বড় জ্বালা। এটা সরকারি কর্মচারীরা বোঝে না। তারপর একে একে করে দাবিগুলো বলতে থাকেন। কৃষি পণ্য বাণিজ্য অর্ডিন্যান্স বাতিল করতে হবে। সরকারি ত্রাণে কোন দলবাজি করা যাবে না। প্রতিবন্ধী মানুষদের ত্রাণ ক্ষতিপূরণ দিতে হবে। পার্শ্ব দোকানদারদের পূনর্বাসনের টাকা কোথায়। এখনও পর্যন্ত যাদের রেশন কার্ড নেই, তাদের রেশন পাওয়ার ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শমিকদের কাজ অথবা ভাতা দিতে হবে।

এই প্রতিবাদ সভায় মৌসুনির বালিয়াড়া থেকে এসেছিলেন রবিবুল ইসলাম খান তিনি বলেন, আমফান ঝরে আমরা কোন সাহায্য পায়নি। তাই আমরা আজ বিডিও অফিসে এসেছি। শুনলাম মন্ত্রী আসবেন। যদি উনি কোন ব্যবস্থা করে দেন তাই এত দূর থেকে ছুটে এসেছি।