বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পর্যটকদের জন্য খুলে যাচ্ছে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের বাসস্থান

News Sundarban.com :
অক্টোবর ১৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: সামনেই দুর্গাপুজো। পুজোর আগে পর্যটকদের জন্য সুখবর। এবার খুলতে চলেছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। আগামী ২১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারের বাসস্থান কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এদিন এগারোটা নাগাদ পর্যটকদের জন্য এই বিশেষ পার্কটি খুলে দেবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ সূত্রে খবর, পার্কটি খোলা হলেও করোনা আবহের কথা মাথায় রেখে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

পার্কের কোহরা এবং বাগরি রেঞ্জে জিপ সাফারিতে নজর দেওয়া হচ্ছে। ৫০ শতাংশ পর্যটক নিয়ে জিপ সাফারিতে ওঠার অনুমতি দেওয়া হবে। হাতির পিঠে চড়তেও একই ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের পর্যটন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশ থেকে কাজিরাঙ্গায় ৯০ শতাংশ পর্যটক আসেন। কিন্তু অতিমারি করোনার কারণে রাজ্যের পর্যটন শিল্পের ক্ষতি হয়েছে। তবে পর্যটকদের জন্য পার্ক খুলে গেলে ক্যাব ড্রাইভার থেকে হোটেল মালিকরা অনেকটাই চিন্তা মুক্ত হতে পারবেন।