শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিং মহকুমা এলাকায় সেলুন দোকান বন্ধ থাকায় ন্যাড়া হওয়ার প্রবণতা বাড়ছে

News Sundarban.com :
মে ৩, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং

ক্যানিং মহকুমা এলাকা লকডাউনের কবলে পড়ে সমস্যায় পড়েছেন সেলুন মালিকরা।সেলুন দোকন মালিক বা কর্মচারীরা যত বেশি সমস্যায় না পড়েছেন,তার থেকে অধিকতর সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন।সেলুন বন্ধ থাকায় চুল দাড়ি কামাতে পারছেন না অনেকেই।বড় বড় হয়ে যাচ্ছে চুল দাড়ি।করোনা আর লকডাউনের জোড়া ফলায় বন মানুষের মতো আকৃতি তৈরী হচ্ছে অধিকাংশ মানুষজনের। অগত্যা ক্যানিং মহকুমার বাসন্তী,গোসাবা,ক্যানিং,জীবনতলা এলাকা সহ সমগ্র সুন্দরবনের মানুষজন বাড়িতে বসে একে অপর কে ন্যাড়া করে দিচ্ছেন।কবে উঠবে লকডাউন সে দিকে চাতকের মতো তাকিয়ে না থেকে এলাকায় প্রতিদিনই বাড়ছে ন্যাড়া হওয়ার প্রবণতা।

বাসন্তীর কুলতলি এলাকার বাসিন্দা অচিন্ত্য দিন্দা,বাপি দিন্দারা বলেন “লকডাউন চলায় সেলুন খুলছে না। চুল দাড়ি বড় বড় হয়ে যাচ্ছে। তাই বাড়িতে বসে ন্যাড়া হয়েছি।পরিবারের আরো চার সদস্যকে ন্যাড়া করে দিয়েছি।অন্যদিকে নিরুপায় হয়ে এলাকার প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ ন্যাড়া হওয়ার দৌড়ে রয়েছেন।ক্যানিংয়ের বাসিন্দা ভাষ্কর দাস,কালিদাস দেবনাথ দের কথায় ‘লকডাউন চলায় সেলুন দোকান গুলি বন্ধ রয়েছে। চুলদাড়ি না কামাতে পেরে খুবই অসুবিধা হচ্ছিল।ব্লেড কিনে নিজেরা ন্যাড়া হয়েছি পরিবারের অন্যান্যদের কে ও ন্যাড়া করে দিয়েছি।করোনার ভয় থাকলেও চুল দাড়ি বড় হওয়ার ভয় থেকে রেহাই মিলেছে।