মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কলকাতার মেট্রো চলাচলের জন্য সুড়ঙ্গ তৈরি করেছে গঙ্গার নিচে

News Sundarban.com :
মার্চ ২১, ২০২২
news-image

ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল মেট্রো চলাচলের জন্য সুড়ঙ্গ তৈরি করেছে কলকাতার গঙ্গার নিচে। এবার সেই সুড়ঙ্গের পাশেই তৈরি হবে আরও একটি সুড়ঙ্গ। তবে, সেটি মেট্রোর জন্য নয়, সেই টানেল দিয়ে চলবে গাড়ি।

সুড়ঙ্গটি তৈরি হবে মূলত কন্টেনার যাতায়াত করার জন্য। বলে রাখা ভালো, এই ধরণের প্রকল্প মূলত দেখতে পাওয়া যায় বেলজিয়ামে। দেশটিতে একাধিক নদীর নিচে তৈরি করা রয়েছে টানেল, যা দিয়ে দেশের শহরগুলিতে গাড়ি যাতায়াত করে। এবার সেই প্রযুক্তি আসতে চলেছে কলকাতায়ও।

বিশেষজ্ঞদের দাবি, এই সুড়ঙ্গ তৈরি হয়ে গেলে আর্থিক ভাবে কলকাতা বন্দর অনেকটাই উপকৃত হবে।

পাশাপাশি অনেকটাই লোড কমে যাবে হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে। তবে এখনও পর্যন্ত প্রকল্পটি শুধুমাত্র চিন্তাভাবনার মধ্যেই রয়েছে।

একটি সমীক্ষা করে দেখা হবে প্রকল্পটি ঠিক কতটা সফল হবে। পাশাপাশি তৈরি করা হবে ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট বা DPR। একটি আন্তর্জাতিক মানের সংস্থা এই DPR তৈরি করবে।

কলকাতা ও হাওড়া ও তার পাশ্ববর্তী এলাকা যানজটমুক্ত করতে এই টানেল কার্যকরী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।