শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিবাহ বার্ষিকীর অর্থে দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ

News Sundarban.com :
এপ্রিল ২৪, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস এবং তাঁর স্বধর্মিনী ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সদস্যা স্বপ্না দাস।এবার তাদের ২৫ তম বর্ষ বিবাহ বার্ষিকী ছিল।প্রতি বছর তারা বিবাহ বার্ষিকী পালন করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।এ বছর তারা বিবাহ বার্ষিকী পালন করলেন একটু ভিন্ন ভাবে।বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের যে অর্থ ব্যয় হয় সেই অর্থে বিভিন্ন খাদ্য সামগ্রী কিনে তা তুলে দিলেন প্রায় দুহাজার দুঃস্থ পরিবার গুলিকে।ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সদস্যা তৃণমূলের স্বপ্না দাস এবং মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাস নিজের হাতে চাল,ডাল,আলু,ডিম,শাক সবজি,মাস্ক,স্যানিটাইজার,সাবান তুলে দেন প্রায় দুহাজার দুঃস্থ পরিবার গুলিকে।ফলে অসহায় মানুষ গুলি তাদের এই অভিনব উদ্যোগকে আশীর্বাদ করেন।সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।ভারতে দিনের পর দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে।বাড়ছে মৃত্যুর সংখ্যাও।রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সাধারণ মানুষজন কে এ বিষয়ে সচেতন করে তুলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিনামূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছেন রেশন ব্যবস্থার মাধ্যমে।এমনকি তিনি ঘোষণা করেছেন কেউ যেন অভুক্ত না থাকে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উদ্যোগ এবং আর্দশে অনুপ্রাণিত হয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা স্বপ্না দাস ও মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম দাসের এই অভিনব উদ্যোগ।তারা জানান সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাস থাবা বসিয়েছে।এ বছর আমাদের ২৫ তম বর্ষ বিবাহ বার্ষিকী ছিল।এই বিবাহ বার্ষিকীতে যে অর্থ ব্যয় হত সেই অর্থে অপচয় না করে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল দুঃস্থ পরিবার গুলিকে।যেহেতু সারা দেশ জুড়ে লকডাউন চলছে।বহু মানুষ কাজ করতে পারছে না।তাই অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই কর্তব্য।