শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত সফরে আসছেন নেপালের সেনাপ্রধান

News Sundarban.com :
আগস্ট ১৬, ২০২৩
news-image

নেপালি সেনাপ্রধান জেনারেল মহারথী প্রভুরাম শর্মার পাঁচ দিনের ভারত সফর ঠিক হয়েছে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের আমন্ত্রণে নেপালের সেনাপ্রধান ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ভারত সফর করবেন। এই সফরে নেপালের সেনাপ্রধানকে ভারতের পক্ষ থেকে দুটি ‘ধ্রুব’ হেলিকপ্টার উপহার দেওয়া হবে ।

নেপালি সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ভারতে তৈরি দুটি হেলিকপ্টার আপার ইন্ডিয়ান আর্মির তরফে মহারথী শর্মাকে উপহার দেওয়া হবে। এটি হবে ‘মেক ইন ইন্ডিয়া’র অধীনে এইচএএল দ্বারা নির্মিত উন্নত হালকা হেলিকপ্টার ‘ধ্রুব’।

নেপালের সেনাপ্রধান তার ভারতীয় সমকক্ষ জেনারেল মনোজ পান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা স্বার্থ নিয়ে আলোচনা করবেন। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হবে।