সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

 মুখে মাস্ক বিহীন মানুষের হাতে রক্ত গোলাপ তুলে দিলেন ক্যানিং থানার পুলিশ

News Sundarban.com :
এপ্রিল ১৪, ২০২০
news-image

ক্যানিং -১ লা বৈশাখ বলে কথা।ভোর বেলায় মাঠে কিংবা বাড়ির দরজার সামনে আগুন জ্বেলে দেওয়া। আর তার কিছু পরেই বাটা হলুদ নীমপাতা নিয়ে বেরিয়ে পড়া। এমনটা ছিল বিগত বছরগুলি। এক লহমায় সেই সব ঐতিহ্যবাহি দিনের ঘটনা ভেঙে চুরমার করে দিয়েছে নোভেল করোনা ১৯। বাটা হলুদ নীমপাতার পরিবর্তে ১ লা বৈশাখে রাজপথে দেখা গেল মুখে মাস্ক পরে আর হাতে স্যানিটাইজারের বোতল নিয়ে করোনা কে প্রতিহত করতে রাজপথে সচেতনতা করছেন পুলিশ প্রশাসন ও ওয়েষ্ট বেকন স্কাউটের সদস্যরা।গত বরিবার থেকে বাড়ির বাইরে পা বাড়ালেই মুখে মাস্ক পরা বাধ্যতা মূলক। আর তাই সাধারণ মানুষজন যাতে করে সেই সতর্ক সচেতনতার বার্তা মেনে চলেন তার জন্য ক্যানিং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারীক অমিত কুমার হাতি’র নেতৃত্ব ক্যানিং থানার একাধিক পুলিশ কর্মী ও বিশিষ্ট সমাজসেবী সমরেশ দোলুইয়ের নেতৃত্ব ওয়েষ্ট বেকন স্কাউটয়ের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।রীতিমতো মাইকিং করে বাদ্যযন্ত্র বাজিয়ে মুখে মাস্ক পরার আবেদন করে সচেতনতা করেন সাধারণ মানুষদের কে।পাশাপাশি করোনার ভেক ধরে ওয়েষ্ট বেকন স্কাউটের সদস্যদের বলতে শোনা যায় “আমি করোনা। আমাকে অযথা আমন্ত্রণ করলে ধ্বংস করে দেবো আপনার পরিবার সহ এলাকার সকলকে। অযথা আমাকে আমন্ত্রণ না করে,মুখে মাস্ক ব্যবহার করুন,সামাজিক দুরত্ব বজায় রাখুন বাড়িতে থাকুন। ”

মঙ্গলবার সকালে ক্যানিংয়ের রাজপথে নেমে এমন অভিনব সচেতনতার পাশাপাশি মূখে মাস্কপরা বাধ্যতামূলক সচেতনতা করতে গিয়ে মাস্ক বিহীন সাধারণ পথচারীদের হাতে তুলেদিলেন রক্ত গোলাপ। মুখে পরিয়ে দিলেন মাস্ক। এমনটাই দেখা গেল নববর্ষের ১ লা বৈশাখ সকালে ক্যানিংয়ের রাজপথে।বর্তমানে করোনার করলা গ্রাসে মহামারী সমগ্র দেশ। সমগ্র বিশ্বও জর্জরিত।গ্রাস করছে ভয়াবহ মহামারী নোভেল করোনা ১৯।সেই বিপদ সন্ধিক্ষণে করোনার করাল গ্রাসের সম্মূখীন বাঙালীর বাংলা নববর্ষ।করোনার দাপটে আনন্দঘণ মুহূর্তের যেন মলিন যবনিকা।নববর্ষের ১ লা তারিখে হলুদ নিমপাতার দহরম এক লহমায় কলুসিত হয়ে ধুলিস্যাৎ করে দিয়েছে করোনা।নিমপাতা ও কাঁচা হলুদের সেই স্বাদ গন্ধ ভুলে গিয়ে মুখে পরতে হয়েছে মাস্ক।একাধিকবার হাতের তালুতে দিতে হচ্ছে স্যানিটাইজার।জীবন তো অমূল্য দুর্লভ। ফলে পৃথিবীর বুকে করোনার করাঘাত থেকে বাঁচতে একমাত্র ভরসা মুখে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বজায় রেখে আগামী উজ্জ্বল ভবিষ্যতের কথা স্মরণ করে পথ চলা। নচেৎ মৃত্যু যে দূয়ারের অদূরে কড়া নাড়ছে!