বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘অকাল নির্বাচনে’ লড়াইটা যে বেশ কঠিন, মানছেন মানস ভুঁইয়া

News Sundarban.com :
ডিসেম্বর ১৩, ২০১৭
news-image

খাসতালুকতাকে নিজের হাতের তালুর মতই জানেন ৷ তাই এতকাল ভোটের আগে কাজ করত এক ধরণের আত্মবিশ্বাস ৷ এবারের ‘অকাল নির্বাচনে’ লড়াইটা যে বেশ কঠিন, মানছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া ৷ মানসবাবুর অকপট স্বীকারোক্তি, ‘‘লড়াইটা বেশ কঠিন৷’’

কেন অকাল লড়াইয়ের আগে কপালে ভাঁজ? মানসবাবুর নিজের কথায়, ‘‘তলে তলে কংগ্রেস-সিপিএম-বিজেপি একজোট হয়েছে ৷ তাঁদের লক্ষ্য মানস ভুঁইয়া নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ৷’’ মানস ঘনিষ্ঠরা অবশ্য বলছেন, বিরোধী প্রার্থীরা তো বটেই এবারের নির্বাচনে মানসবাবুকে লড়তে হচ্ছে নিজের ‘ঘরে’র সঙ্গেও ৷ তাঁরা মনে করিয়ে দিচ্ছেন, মানস ঘরণী গীতারানি ভুঁইয়াকে উপনির্বাচনে দল প্রার্থী করায় তৃণমূলের অন্দরেই ক্ষোভ রয়েছে ৷ সেই ‘ক্ষোভ’কে ভোট বাক্স অব্দি টেনে নিয়ে যেতে ইতিমধ্যেই তিনবার সবংয়ের মাটি চষে ফেলেছেন তৃণমূলের প্রাক্তন ‘চাণক্য’ মুকুল রায় ৷ সিপিএম, কংগ্রেসও মরিয়া হয়ে মাঠে নেমে পড়েছে ৷