বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ে হাট চালু

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১, ২০২০
news-image

রাশিদ রিয়াজ :

ভারত-বাংলাদেশের সীমান্তে মোট ২২টি হাট বসানোর কথা ছিল। ২০১১ সাল থেকে ২০১৮ দীর্ঘ ৮ বছরে মাত্র ৪টি বর্ডার হাট চালু হয়েছে। ২০১১ সালের ২৩ জুলাই কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারি সীমান্ত এলাকায় কার্যক্রম শুরু করে প্রথম সীমান্ত হাট। ভারত-বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে খুব শীঘ্রই চালু হচ্ছে আরো তিনটে সীমান্ত হাট। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ে এই হাটগুলো চালু করা হবে।
এই ৩টি ছাড়াও আরো ৯টি বর্ডার হাট চালুর জন্য পরিকাঠামো নির্মাণের কাজ চলছে।

ভারত-বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে খুব শীঘ্রই চালু হচ্ছে আরো তিনটে সীমান্ত হাট। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ে এই হাটগুলো চালু করা হবে। এই ৩টি ছাড়াও আরো ৯টি বর্ডার হাট চালুর জন্য পরিকাঠামো নির্মাণের কাজ চলছে।

দু-দেশের মধ্যে অনুষ্ঠিত বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে আরও ৩টি হাট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরে যেতে পারেন। মোদীর ঢাকা সফরের সময় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তিনটি বর্ডার হাটের উদ্বোধন হতে পারে।