শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর

News Sundarban.com :
জানুয়ারি ২৯, ২০২০
news-image

সুন্দরবন —বাঘের আক্রমণ মৃত্যু এক মমৎস্যজীবীর।মৃত মৎস্যজীবীর নাম বরুন বালা(৩৩)।ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকে মাতলা রেঞ্জ জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে ঝড়খালির ৩ নম্বর গ্রামের বাসিন্দা মৎস্যজীবি সুশীল বালা এবং তার দুই ছেলে বরুণ বালা ও বিপ্রজিত বালা কে নিয়ে গত ২২ জানুয়ারি একটি নৌকা করে সুন্দরবনের নদীতে খাড়িতে মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়।সোমবার বিকালে মাতলা নদীতে যখন মাছ কাঁকড়া ধরছিলেন সেই সময় আচমকা সুন্দরবন জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে মৎস্যজীবী বরুণ বালার উপর ঝাঁপিয়ে পড়ে।আর এই দৃশ্য দেখে বাকী মৎস্যজীবিরা লাঠি,সোটা,কাঁকড়া ধরার শিক নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে।বেশ কিছুক্ষণ বাঘের সঙ্গে লড়াই হওয়ার পর বেগতিক বুঝে বাঘ তার শিকার ছেড়ে জঙ্গল ঢুকে গা ঢাকা দেয়।এরপর জখম মৎস্যজীবী বরুণ বালা কে নৌকা উদ্ধার করে নৌকা তোলে। দীর্ঘ পথ নৌকার দাঁড় বেয়ে আনার সময় মৃত্যু হয় মৎস্যজীবি বরুণ বালার।মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতে মৃতদেহ নিয়ে নৌকা এসে পৌঁছায় ঝড়খালি জেটিঘাটে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঝড়খালি কোষ্টাল থানার পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাতলা রেঞ্জের বন কর্মীরা।ঘটনার তদন্ত শুরু করেছে কোষ্টাল পুলিশ ও বন দফতর।অন্যদিকে এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে মৃত মৎস্যজীবির স্ত্রী অঞ্জলী বালা দুই শিশু কন্যা সহ পরিবারের সদস্যরা।দরিদ্র পরিবারে বুকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।