শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুল থেকে কলেজ, সব জায়গাতেই ব্যাঙ্গ, বিদ্রুপের মুখে পড়তে হত : সোনাক্ষী

News Sundarban.com :
সেপ্টেম্বর ৯, ২০১৯
news-image

বলিউডে ‘নেপোটিজম'(বংশ পরম্পরায় অভিনয়ের সুযোগ) রয়েছে বহাল তবিয়তে। বার বার এমনই অভিযোগে সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। করণ জহর থেকে শুরু করে সঞ্জয় লীলা বনশালি, বলিউডের একাধিক পরিচালক নেপোটিজমকে সব সময় প্রশ্রয় দেন বলেও বার বার ফুঁসে ওঠেন কঙ্গনা। বলিউডের জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে হয়েও অভিনয়ের জন্য কখনও সহজে সুযোগ নিতে পারেননি সোনাক্ষী। এমনকী, বিভিন্ন সময় তাঁকে বিভিন্ন রকমভাবে কটাক্ষ করা হয়েছে বলেও সরব হন শত্রুঘ্ন-কন্যা।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে সোনাক্ষী বলেন, ছোট থেকেই তিনি মোটা ছিলেন। তাঁর ওজন ছিল কমপক্ষে ৯০ কেজি। যার জন্য স্কুল থেকে কলেজ, সব জায়গাতেই ব্যাঙ্গ, বিদ্রুপের মুখে পড়তে হত তাঁকে। অতিরিক্ত ওজনের জন্য স্কুলে তাঁকে নিয়ে বিভিন্ন সময় মিম তৈরি করা হত বলেও জানান সোনাক্ষী