শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুজোয় বিশেষে ছাড় রেল যাত্রীদের

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৭, ২০১৮
news-image

পুজোর ভ্রমণ প্যাকেজে এবার বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড । পুজোর সময় উত্তরবঙ্গ, সিকিম এবং বিদেশের জন্য একগুচ্ছ প্যাকেজ ট্যুরের আয়োজন করেছে আইআরসিটিসি’র ইস্ট জোন। সংস্থা সূত্রের খবর, উত্তরবঙ্গ এবং সিকিমকে কেন্দ্র করে তিনটি প্যাকেজের আয়োজন করেছে তারা। তার মধ্যে পাঁচ রাত্রি ও ছ’দিনের চারধাম (নামচি) সহ গ্যাংটক ট্যুরটিতে যাত্রার সূচনা হবে আগামী ১২ অক্টোবর। প্যাকেজ মূল্য জনপ্রতি ১৪ হাজার ৮৪৫ টাকা। পাঁচ রাত্রি ও ছ’দিনের কালিম্পং-দার্জিলিং-মিরিক ট্যুরটিতে যাত্রার সূচনা হবে একই দিনে। এই ট্যুরটির প্যাকেজ মূল্য জনপ্রতি ১৬ হাজার ৩৫০ টাকা। চার রাত্রি ও পাঁচ দিনের ডুয়ার্স ভ্রমণের প্যাকেজে যাত্রার সূচনা হবে ১৩ অক্টোবর। এই ট্যুরের প্যাকেজ মূল্য ১৬ হাজার ৪১০ টাকা। ট্যুরগুলির জন্য ট্রেন ছাড়বে শিয়ালদহ থেকে। পর্যটকদের থাকা, খাওয়া ও ঘোরানোর ব্যবস্থা থাকছে প্যাকেজের মধ্যে। সংস্থা সূত্রের খবর, ১০ জন বা তার বেশি জনের গ্রুপ বুকিংয়ে বিশেষ ছাড় দেওয়া হবে।