শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, বাঁচাতে গিয়ে জখম মা ও বাবা

News Sundarban.com :
জুলাই ১১, ২০১৮
news-image

মাঠের ক্ষেত থেকে সবজী তুলে নিয়ে ফেরার সময় খোলা বিদ্যুতের তাঁরে হাত লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক  চাঞ্চল্য ছড়ায়।বিদ্যুৎ পৃষ্টে নিহত যুবকের নাম দেবু মণ্ডল(৩৪)।ঘটনায় আহত হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মৃত যুবকের বাবা অশোক মণ্ডল। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গিয়েছেন দেবু মণ্ডলের মা শিবানী মণ্ডল।
এদিন সকালে বাগানে ঢ্যাঁড়শ তুলে মাথায় সেই ঢ্যাঁড়শের বোঝা নিয়ে ফিরছিলেন দেবু মণ্ডল। সেই সময় মাথার উপরে ঝুলে থাকা বিদ্যুতের খোলা তাঁরে হাত লাগে দেবু মণ্ডলের। ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয় দেবু মন্ডল। চোখের সামনে ছেলে ছটফট করতে দেখে দেবুর বাবা ও মা ছেলেকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎপৃষ্ট হন। তাদের চিৎকার শুনে আশপাশের মানুষজন এসে বাঁশ দিয়ে পিটিয়ে ঐ ইলেকট্রিক তারের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে। তড়িঘড়ি তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দেবু মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন দেবু বাবুর বাবা অশোক মণ্ডল। যদিও প্রাথমিক চিকিৎসার পর দেবু বাবুর মা শিবানি মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।