বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজস্থানে পঞ্চায়েত ভোটে ভোটে দারুণ ফল কংগ্রেসের

News Sundarban.com :
মার্চ ৭, ২০১৮
news-image

রাজস্থানে স্থানীয় পঞ্চায়েত ভোটে ৬টি জেলা পরিষদ আসনের চারটি পেয়েছে কংগ্রেসের। ২০টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১২টি, ৬টি পুরসভা আসনের চারটি জিতে নিয়েছে কংগ্রেস। ক্ষমতাসীন রাজের বিজেপি মাত্র ১টি জেলা পরিষদ আসন পেয়েছে। আটটি পঞ্চায়েত সমিতি আসন, দুটি পুরসভা আসনে জয়ী হয়েছে। নির্দল প্রার্থীরা একটি জেলা পরিষদ, একটি পঞ্চায়েত সমিতি দখল করেছে। রাজ্যের দুটি লোকসভা কেন্দ্র ও একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নজরকাড়া সাফল্যের পরপরই পঞ্চায়েত ভোটে বিজেপিকে টেক্কা দিল কংগ্রেস। ফলাফলে রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি সচিন পাইলটের দাবি, বিজেপির রাজ্য থেকে বিদায় নেওয়া নিশ্চিত, এই ইঙ্গিত দিচ্ছে এই ফল। তিনি বলেন, দলের কর্মীদের আরেকটি সাফল্য এটা। গত ৪ বছরে বিজেপি জনবিরোধী নীতির মাধ্যমে রাজ্যবাসীর ওপর চরম নির্যাতন চালিয়েছে। গত চার বছরে হয়ে যাওয়া সব নির্বাচনে কংগ্রেসের ভোটের শতকরা হার বেড়েছে, আর বিজেপি একের পর এক হারের মুখ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি এও বলেন, চলতি বছরের শেষে বিধানসভা ভোট হতে চলেছে, সেখানেও একই ধরনের ফল দেখা যাবে। পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনিক নির্বাচনের এই ফল ইঙ্গিত দিয়ে রাখল, রাজ্য থেকে বিজেপির বিদায় হচ্ছেই।