রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এলপিজি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বিজেপির গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে

News Sundarban.com :
জুন ২০, ২০১৮
news-image

এলপিজি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে। এর আগে উত্তর ২৪ পরগনায় প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর এবার উঠল গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ বিলি নিয়ে। এই ঘটনায় রাজ্যের কংগ্রেস ও বামেদের কটাক্ষ, যে অবস্থা চলছে তাতে দুর্নীতিতে ছেয়ে যাবে রাজ্যের সর্বত্রে। এই ঘটনায় জড়িত মুর্শিদাবাদের বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ। অভিযোগ প্রমাণে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর অনুযায়ী, মুর্শিবাদাদের এক মণ্ডল সভাপতি-সহ আট কর্মী এবং চার আরএসএস কর্মী গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপের জন্য আবেদন করেছিলেন। অভিযোগ, খবর পেয়ে জেলারই এক শীর্ষ নেতা তাঁদের জানান, মাথাপিছু ২ থেকে ৩ লক্ষ টাকা করে দিলে গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ মিলবে। আরও অভিযোগ তাঁদের বলা হয়েছিল গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ নিতে গেলে যেখানে ১৮ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ দিতে হয়, সেখানে দলীয় কর্মী হওয়ায় কম টাকা দিতে হবে তাঁদের। দাবি সেই মতো টাকা দেন এইসব কর্মীরা। কিন্তু পরে দেখা যায় লটারিতে কারও নামই ওঠেনি। এরপরেই বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানান সেখানকার বিজেপি কর্মীরা। সূত্রের খবর অনুযায়ী, মুর্শিদাবাদের বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষের দাবি, কর্মীদের কাছ থেকে নেওয়া টাকা কলকাতায় নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যদিও সংবাদ মাধ্যমের কাছে বিজেপি জেলা সভাপতির দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে দলেরই একাংশ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, টাকা যাঁরা দিয়েছেন এবং নিয়েছেন বলে দাবি, দোষী সবাই। কেননা দল এসব কাজে যুক্ত নয়। তদন্তে অভিযোগ প্রমাণে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।