বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনি জটিলতায় শিল্পা

News Sundarban.com :
জানুয়ারি ২৪, ২০১৯
news-image

বেশ ক’বছর ধরে পর্দায় নেই বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আপাতত তিনি ব্যস্ত নাচের রিয়েলিটি অনুষ্ঠান, রেডিও শো নিয়ে। কিন্তু এরই মাঝে আইনি জটিলতায় পড়েছে তার পরিবার।

জি-নিউজ জানায়, ২০১৫ সালে ‘পরহাদ অমরা’ নামে একটি সংস্থার কাছ থেকে ২১ লাখ রুপি ঋণ নেয় শিল্পার বাবা সুরেন্দ্র শেঠি। এই ঋণ শিল্পার বাবার কোম্পানির নামে দেওয়া হয়েছিল।

কিন্তু ঋণ শোধ করার আগেই ২০১৭ সালে অক্টোবরে মৃত্যুবরণ করেন সুরেন্দ্র শেঠি। সংস্থাটির অভিযোগ, শিল্পার পরিবারের কেউই এই ঋণ শোধ করার চেষ্টা করেননি। অথচ সুরেন্দ্র শেঠির কোম্পানির মালিকানা তাদের নামেই রয়েছে। এ অভিযোগে ২০১৭ সালে ২৪ এপ্রিল প্রথম শিল্পার পরিবারকে আইনি নোটিস পাঠানো হয়। এরপর তাদের পরিবারের পক্ষ থেকে কোন জবাব না পেয়ে পরে মুম্বাই মেট্রোপলিটন মেজিস্ট্রেটের আদালতে মামলা করে সংস্থাটি।