শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোসাবায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা , বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, আহত তৃণমূল কর্মীরা

News Sundarban.com :
মে ১০, ২০১৮
news-image

তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগণা জেলার  গোসাবা থানার  বালি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার বিজেপি কর্মীদের একের পর এক বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল প্রার্থীদের উপর চড়াও হয়ে মারধোরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় অন্তত দশজন তৃণমূল কর্মী সমর্থক জখম হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কর্মীদের মারধোরের অভিযোগ তুলে বুধবার সকাল থেকে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের একের পর এক ঘর বাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার গাজী পাড়ায় একটি সভা করছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ সেই সময় একদল তৃণমূল কর্মী সমর্থক সেখানে লাঠি রড নিয়ে চরাও হয়। বিজেপি কর্মীদের মারধোর করতে গেলে পাল্টা বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে খবর পেয়ে গোসাবা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির অভিযোগ এই ঘটনার পর থেকে বুধবার সকালে এলাকায় ব্যাপক সন্ত্রাস চালায় তৃণমূল কর্মী সমর্থকরা। বেছে বেছে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি চরাও হয়ে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অন্তত পঞ্চাশটির বেশি বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের ভয়ে কার্যত এলাকা ছেড়ে পালিয়েছেন বিজপি কর্মী সমর্থকরা। এ বিষয়ে গোসাবা থানায় অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ তুলেছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা বিজেপি নেতৃত্ব।