শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আলু কেনার লম্বা লাইন, শুরু হয় বচসা

News Sundarban.com :
নভেম্বর ৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: পেঁয়াজের মতো ক্রমশ মহার্ঘ হচ্ছে আালুও।
এই অবস্থায় রাজ্য সরকার ২৫ টাকা কেজি দরে মাথাপিছু ৪ কেজি আলু বিক্রির নির্দেশ দিয়েছে।
কিন্তু বারাসত ময়না হাট এলাকায় সরকারি নির্দেশ মানা হচ্ছে না, এমনটাই জানালেন ক্রেতারা।

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, বারাসত ময়না হাট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে শুক্রবার বিকেলে আলু দেওয়ার ব্যবস্থা করা হয়।
কিন্তু ৪ কেজির বদলে মানুষ প্রতি ৩ কেজি দরে। এদিন আলু কেনার লম্বা লাইন দেখা যায়। শুরু হয় বচসা।
কেন ৩ কেজি করে আলু দেওয়া হবে এই নিয়ে প্রতিবাদ জানায় সাধারণ মানুষ।
সরকারি নির্দেশ অনুযায়ী যাঁরা আলু দিচ্ছিলেন তাঁরা কিছু সময়ের জন্য আলু বিক্রি বন্ধ করে দেন।

বিক্রেতাদের দাবি, তাঁদের কাছে ৩ কেজি আলু দেওয়ার কথা বলা হয়েছে, তাই তাঁরা ৩ কেজির বেশি আলু কাউকে দিতে পারবেন না।
এখন সাধারণ মানুষের প্রশ্ন,তাহলে ৪কেজি আলু দেওয়ার প্রচার করা হল কেন? কে ঠিক কে ভুল এই নিয়ে প্রশ্ন এলাকা সাধারণ মানুষের মধ্যে।