শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেসরকারি স্কুলগুলিতে লাগাম টানতে কড়া রাজ্য

News Sundarban.com :
এপ্রিল ৬, ২০১৮
news-image

বেসরকারি স্কুলগুলিতে কোনও নোটিস ছাড়াই লাগামছাড়া ফি বৃদ্ধির এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে এরাজ্যে ৷ মাসিক ফি এক হাজার টাকা। স্কুলে ভর্তি হওয়ার ফি দশ হাজার। স্কুলে এসে মাথায় হাত পড়ুয়াদের অভিভাবকদের ৷ কোনও রকম নোটিস ছাড়াই রাতারাতি তা দ্বিগুণ হয়ে গেল ৷ এবার এই প্রবণতা বন্ধে কড়া রাজ্য ৷
বেসরকারি স্কুলে শিক্ষার খরচ নিয়ন্ত্রণে নয়া আইন আনছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন আইনের খসড়া। নিয়ন্ত্রক কমিশনের ধাঁচে কমিটি তৈরি করা হবে। কমিটির অনুমোদনের পরই বাড়ানো যাবে স্কুল ফি।বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে মোটা অঙ্কের ডোনেশন, লাগামছাড়া বেতন বৃদ্ধির অভিযোগ রয়েছে বহু দিন ধরেই। লাগামছাড়া অ্যাডমিশন ফি। কখনও কখনও তা কয়েক লক্ষ টাকা ৷ নতুন শ্রেণীতে ভর্তিতে বাড়তি টাকা, কসান ডিপোজিট, ডেভেলপমেন্ট ফি-নামে টাকা, স্পোর্টস ও কালচারাল অ্যাকটিভিটির নামে টাকা, নির্দিষ্ট ব্র্যান্ডের পোষাক, জুতো, খাতা কিনতে বাধ্য করা ৷
স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, স্কুলের পরিকাঠামো অনুসারেই ফি বৃদ্ধি করতে হবে। প্রতি বছর নির্দিষ্ট হারে ফি বৃদ্ধির অনুমোদন দেওয়া হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বেসরকারি স্কুলের কর্তারা। বেসরকারি স্কুলে ফি বৃদ্ধিতে লাগাম দিতে নতুন আইনের খসড়া অনুযায়ী, একই শিক্ষাবর্ষের মধ্যে একাধিকবার ফি বৃদ্ধি নয় ৷ তা করতে হলে মুচলেকা দিতে হবে স্কুলগুলিকে ৷ স্কুলের পরিকাঠামো অনুসারেই ফি বৃদ্ধি ৷ প্রতিবছর নির্দিষ্ট হারে ফি বৃদ্ধির অনুমোদনের জন্য নিয়ন্ত্রক কমিশনের ধাঁচে গড়া হবে কমিটি ৷ কমিটির অনুমোদনেই বাড়ানো যাবে ফি ৷
একের পর এক অভিযোগ পেয়ে এর আগে শহরের নামকরা প্রথম সারির বেসরকারি স্কুলের কর্মকর্তাদের নিয়ে এক আলোচনাসভায় মাত্রাতিরিক্ত ফি বৃদ্ধি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারপরও পরিস্থিতির পরিবর্তন ঘটেনি ৷ তাই এবার আইন আনার রাস্তায় রাজ্য ৷