শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষার নীতির বিরুদ্ধে পথে নামলেন অধ্যাপক সংগঠন ওয়েবকুপা

News Sundarban.com :
মার্চ ১৭, ২০১৮
news-image

এ বার অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পথে নামল। ওই সংগঠনের প্রতিনিধিরা মোট ১২ দফা দাবি নিয়ে শুক্রবার ইউজিসির কলকাতার শাখা অফিসে স্মারকলিপি জমা দিলেন ৷ এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানান, ইউজিসি একের পর এক যে সব নীতি গ্রহণ করছে, সেগুলি শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের প্রচেষ্টা৷ একই সঙ্গে তিনি জানান, এই নীতির ফলে অধ্যাপকদের বেতন কেটে নেওয়া হচ্ছে৷ রিসার্চ স্কলার ফেলোশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে৷ তাঁর মতে, এই নীতিগুলির জেরে রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলি বঞ্চনার শিকার হচ্ছে৷
এই সব কিছুর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার সল্টলেকের ইউজিসি অফিসের সামনে অবস্থানও করেন তাঁরা৷ শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় সরকার গৈরিকীকরণের যে চেষ্টা করছে বলে অভিযোগ, এ দিন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সুবোধ সরকারও৷ শুধুমাত্র এ দিনের প্রতিবাদ নয়৷ আগামী দিনে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলেও জানিয়েছেন সুবোধ সরকার৷ তিনি বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে এটা হতে দেবো না৷ আমরা এই প্রতিবাদটিকে জাতীয় স্তরে নিয়ে যাব৷’’ শুধুমাত্র এ দিনের প্রতিবাদ নয়৷ আগামী দিনে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে বলেও জানিয়েছেন সুবোধ সরকার৷ তিনি বলেন, ‘‘আমরা পশ্চিমবঙ্গে এটা হতে দেবো না৷ আমরা এই প্রতিবাদটিকে জাতীয় স্তরে নিয়ে যাব৷’তিনি বলেন, ‘‘ইউজিসির বিভিন্ন নীতির মাধ্যমে অধ্যাপকদের উপর আক্রমণ শানাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ এই নীতিগুলি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ৷ আর এই বৃহত্তর ষড়যন্ত্রটি হল শিক্ষার গৈরিকীকরণ করা৷’’ আমরা চাই অবিলম্বে এই নীতিগুলির পুনর্বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হোক৷’’