শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার গুগল ইন্টারনেট পরিষেবার জন্য শহরজুড়ে ‘STATION’ তৈরি করছে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৩, ২০১৮
news-image

দেশের প্রত্যেকটি রেলওয়ে স্টেশনে হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়ার হয়েছে। গুগল এবার রেলস্টেশনের বাইরে এই প্রথম এমন একটি প্রোগ্রাম আনতে চলেছে ৷ লর্সেন অ্যান্ড টার্বোর সহায়তায় পুনে শহরে মোট ১৫০টি ওয়াই-ফাই হটস্পট বসানোর পরিকল্পনা নিয়েছে গুগল৷ পুনের বিভিন্ন পাব্লিক প্লেসে এই ওয়াই-ফাই কানেকশন পাওয়া যাবে৷ শুধু তাই নয়, হাসপাতাল, বিভিন্ন গার্ডেন, পুলিশ স্টেশনেও থাকবে কানেকশন৷ পাব্লিক বাসে বসেও এই পরিষেবার সাহায্য পাবেন স্মার্টফোন ব্যবহারকারীরা৷
গুগল স্টেশনের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর বিনয় গোয়েল জানিয়েছেন, ভারতের বিভিন্ন জায়গায় গুগল স্টেশনের সাহায্য দ্রুত ওয়াই-ফাই আনতে চান ৷ সর্বোচ্চ মানের ওয়াই-ফাইয়ের জন্য গুগল স্টেশন আনা হচ্ছে৷ ভারতের স্মার্ট সিটিগুলোর মধ্যে ভালো সংযোগ রাখতে এই পরিষেবা আসছে৷ দেশের ২৭০টি রেলস্টেশনে  গুগল স্টেশনের আওতায় আনা হয়েছে রেলটেল ওয়াই-ফাইয়ের সাহায্যে৷ গুগল নেক্সট বিলিয়ন ইউজার (NBU)-এর সহ সভাপতি জানিয়েছেন, পরের বছরের মধ্যে ভারতের ৪০০টি স্টেশনকে গুগল স্টেশনের আওতায় আনার প্রস্তুতি চলছে৷