মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোটা রাজস্থান জুড়ে এবার গুরু-শিষ্য প্রকল্প চালু

News Sundarban.com :
ডিসেম্বর ৭, ২০১৭
news-image

গোটা রাজস্থান জুড়ে এবার গুরু-শিষ্য প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে কলেজের পড়ুয়ারা নিজেদের সমস্যা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ক আলোচনা তারা তাদের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে করতে পারবে। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিরণ মাহেশ্বরী বুধবার সাংবাদিকদের বলেন, ‘প্রতিটা জেলায় একটা নোডাল কলেজে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। যেখানে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করার জন্য উপস্থিত থাকবে ছাত্রসংসদের নির্বাচিত প্রতিনিধিরা এবং থাকবে মেধা তালিকায় থাকা পড়ুয়ারা। প্রথমে জয়পুরে এটা শুরু হবে।’ উচ্চশিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামোর উন্নতি হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য নতুন উদ্ভাবনীও উপস্থাপিত করা হয়েছে। বিকানিরে নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ থেকে পথ চলা শুরু করবে। ইঞ্জিনিয়ারিং কলেজগুলির জন্য বিশেষ পর্ষদও গঠন করা হবে। প্রযুক্তি শিক্ষায় নতুন কোর্সও চালু করবে রাজ্য সরকার।’