শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গিতে মৃতু্য নিয়ে আদালতে তথ্য গোপন করছে রাজ্য: শ্রীজীব চক্রবর্তী

News Sundarban.com :
নভেম্বর ১৮, ২০১৭
news-image

শুক্রবার কলকাতা হাইকোর্টে ডেঙ্গি অস্বস্তি আরও বাড়ল রাজ্যের । ডেঙ্গিতে মৃতু্য নিয়ে আদালতে তথ্য গোপন করছে রাজ্য সরকার । এই অভিযোগ আনলেন মামলাকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী । প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার‌্য এবং বিচারপতি অরিজি বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ডেঙ্গিতে মৃতু্য নিয়ে এদিন আবার তথ্যপ্রমাণ পেশ করে রাজ্য । আর আজ শুনানি চলাকালীন এই অভিযোগ তোলা হয় । কেননা, সরকারি হিসেবেই বাড়ছে মৃতু্য সংখ্যা । আরও ৪ জনের মৃতু্যর কথা হাইকোর্টে স্বীকার করলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত । সরকারি হাসপাতালে বাড়ল মৃতের সংখ্যা ২৩ থেকে বেড়ে হল ২৭ । বেসরকারি হাসপাতালে মৃতের সংখ্যা হল ১৫ । ফলে, সবমিলিয়ে রাজ্যে ডেঙ্গির বলি ৪২ জন বলে শুক্রবার আদালতে জানালেন অ্যাডভোকেট জেনারেল ।
তথ্য চেপে না রেখে ডেঙ্গি দমনে রাজ্য সরকার নাগরিকদের সচেতন করে তাঁদেরও কেন কাজে লাগাচ্ছে না, কলকাতা হাইকোর্টে দায়ের করা জনস্বার্থের মামলায় সেই প্রশ্ন তোলা হয়েছে । চাওয়া হয়েছে ক্ষতিপূরণও । হাইকোর্ট মামলা করার অনুমতি দেওয়ার পরে এ দিন তিনটি জনস্বার্থ মামলা হয়েছে ।