শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুজোয় দাম চড়েছে বাজার

News Sundarban.com :
অক্টোবর ৪, ২০১৭
news-image

বৃহস্পতিবার কোজাগরী লক্ষ্মীপুজো৷ হাত পুড়িয়েই কেনাকাটা সারছেন বাঙালি৷ তবে, সব কিছুকে উপেক্ষা করে লক্ষ্মীদেবীর আরাধনায় মেতে উঠতে কসুর করছে না বাংলা। বর্তমানে আপেল দাম ছুঁয়েছে ১২০-১৫০ টাকা কিলো, মুসাম্বি ১৫-২৫ টাকা জোড়া৷ কলা ১০০ টাকা প্রতি ডজন৷ পানিফল ৮০ টাকা কিলো৷ পেয়ারা ৯০-টাকা,৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে নারকেল। গাঁদার মালার দাম ২০ টাকা থেকে বেড়ে ৬০-৭০ টাকায় দাঁড়িয়েছে৷ দোপাটি, অপরাজিতা, পদ্ম, রজনীগন্ধা সব ফুলের দাম শুনেই চোখ কপালে ওঠার জোগাড় হয়েছে সাধারণ গৃহস্থের৷ ফলের বাজার দরের পাশাপাশি আকাশ ছোঁয়া দাম ডালের। মুগ ডাল, মুসুর ডাল ১২০ টাকা,বাঁধাকপির দর উঠেছে ৫০-৬০ টাকা। খই ও মুড়কিরও দাম চড়েছে।