শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএসএফের হাতে ধরা পড়ল ১৩ জন বাংলাদেশি

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০১৭
news-image

চব্বিশ ঘন্টার ব্যবধানে ফের সীমান্ত টপকে ভারতে ঢুকতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল ১৩ জন বাংলাদেশি। মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে বেআইনি ওই অনুপ্রবেশকারীদের বাগদা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশিদের বুধবার বনগাঁ আদালতে তোলা হবে। বিএসএফ সূত্রের খবর, মঙ্গলবার বাগদা সীমান্তের উত্তর বয়রা সীমান্ত পথে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল ১৩ জন বাংলাদেশি। সীমান্তে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানেরা তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। টানা জেরার মুখে ধৃতরা জানায় যে, তাঁদের কাছে সীমান্ত পেরানোর কোনও বৈধ কাগজপত্র নেই। ভিন রাজ্যে কাজের উদ্দেশে মোটা টাকার বিনিময়ে দালালের মাধ্যমে তারা ভারতবর্ষে প্রবেশ করছিল।