শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাতিল বহু ট্রেন

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০১৭
news-image

এক মাস হল বন্যার দাপটে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিপর‌্যস্ত। ভুগছেন হাজার হাজার যাত্রী-পর‌্যটক। কিন্তু বাতিল নানা ট্রেন চালু হতে লেগে যাবে আরও অন্তত সপ্তাহখানেক। অন্যান্য বছর বর্ষায় নদীর জলোচ্ছাসে প্লাবনের জেরে সময়বিশেষে কিছু ট্রেন সাময়িক বাতিল হলেও যাত্রীদের কাছে তা খুব একটা মাথাব্যথার কারণ হয়ে ওঠেনি। অল্প ব্যবধানেই সেই সব ট্রেন চালানো সম্ভব হয়েছে। কিন্তু এবারের ছবিটা অন্যরকম। রাজ্যের দুর‌্যোগ মোকাবিলা দফতরের যুগ্মসচিব প্রসন্ন কুমার মন্ডল এই প্রতিবেদককে বলেন, আমি নানা সময় উত্তরবঙ্গে বিভিন্ন দায়িত্ব ছিলাম। কিন্তু মনে পড়েনা গত দেড় দশকে কখনও এ রকম অবস্থা হয়েছে! কলকতার সঙ্গে সংযোগকারী দুটি গুরুত্বপূর্ণ ট্রেন দার্জিলিং মেল আর পদাতিক এক্সপ্রেস বন্ধ প্রায় ১৩ আগস্ট থেকে। মহানন্দা নদের ওপর, বিহারের কাটিহার জেলায় সুধানী ও তেলটা স্টেশনের মাঝে জলের তোড়ে ভেসে যায় প্রায় ৬০ কিলোমিটার দীর্ঘ রেলপথ। ফলে ফাটল দেখা দেয় সংলগ্ন একটি সেতুতে। এ কথা জানিয়ে রেলের এক পদস্থ অফিসার বলেন, এই অবস্থায় ওই অংশে ট্রেন চালানো কোনও পরিস্থিতিতে সম্ভব ছিল না। জল নামার পর পর‌্যাপ্ত মেরামত ও মহড়ার পর পুরোদমে সব ট্রেন চালু হবে।