শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনির ধামাকা দেখার অপেক্ষায় রবি শাস্ত্রী

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০১৭
news-image

ধোনি ধামাকা। কথাটার সঙ্গে গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকেরা পরিচিত। তাঁর মতো ফিনিশার বিশ্ব ক্রিকেটে আর কেউ আছেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু, সাম্প্রতিককালে ধোনির ব্যাট থেকে তেমন কোনও ধামাকা দেখতে পাওয়া যায় না। নিন্দুকেরা বলেন, মাহির ফর্ম নাকি অস্তগামী। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দলীয় স্বার্থ দেখতে গিয়েই ধোনি নাকি আর আগের মতো হাত খুলে খেলতে পারেন না। তবে বেশ কয়েকবছর হল টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি। সম্প্রতি বিরাটের হাতে তুলে দিয়েছেন টি- টোয়েন্টি এবং একদিনের ক্রিকেটের দায়িত্বও। ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী বিশ্বাস করেন, ধোনি ধামাকা আবারও ভারতীয় ক্রিকেটে দেখা যাবে। এখন সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে এটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি অঘোষিত সতর্কবাণী দিয়ে রাখলেন কি না, তা নিয়ে ক্রিকেটমহলে ইতিমধ্যেই গুঞ্জন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, ভারতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১৭ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম ম্যাচের আয়োজন করা হবে।

রবি শাস্ত্রী বললেন, ধোনিক ব্যাচের মধ্যে এখনও অনেক গুপ্তধন লুকিয়ে রাখা রয়েছে। সেটা বেরিয়ে আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। শ্রীলঙ্কাতে আমরা তো শুধুমাত্র ট্রেলার দেখতে পেয়েছি। গোটা সিনেমাটা এখনও বাকি রয়েছে।