রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সুতপা চৌধুরী খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা শোনালো বহরমপুর আদালত

News Sundarban.com :
আগস্ট ৩১, ২০২৩
news-image

মালদার কলেজ ছাত্রীকে বহরমপুরের প্রকাশ্য রাস্তায় প্রায় ৪২ বার ভোজালি দিয়ে কুপিয়ে খুন করেছিল অভিযুক্ত যুবক সুশান্ত চৌধুরী।  ঘটনার দেড় বছরের মাথায় অবশেষে সেই অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে দোষী সাব্যস্ত করে ফাঁসি সাজা শোনালো বহরমপুর আদালত । আর এই ফাঁসির সাজা বৃহস্পতিবার বিকালে ঘোষণা হতেই মালদার কলেজ ছাত্রীর বাড়িতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পড়েছে।

বিচার ব্যবস্থাকে দুইহাত তুলে সাধুবাদ জানিয়েছেন মৃত ছাত্রীর পরিবার। যদিও ওই মৃত ছাত্রীর বাবা এবং মা দুজনেই গিয়েছিলেন বহরমপুরে মেয়েকে খুনের চূড়ান্ত সাজা শোনার জন্য। ফলে তার পরিবারে কয়েকজন আত্মীয়-স্বজন থাকলেও তারা চোখের জলে আদালতের এই বিচার ব্যবস্থাকে দুইহাত তুলে আশীর্বাদ করেছেন। তাঁরা জানিয়েছেন এতদিনে তাদের মেয়ে সুতপা চৌধুরী (২০) আত্মার শান্তি পেল।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার অভিযুক্ত সুশান্ত চৌধুরীকে মালদার ছাত্রী সুতপা চৌধুরীর খুনের দোষী প্রমাণিত করেছিল বহরমপুর আদালত। এরপর বৃহস্পতিবার বিকেলে সুশান্ত চৌধুরীকে এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য ফাঁসির সাজা শুনিয়েছে বহরমপুর আদালত বলে জানিয়েছেন মৃতের পক্ষের আইনজীবী