বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কার্নিভালে অংশ নিচ্ছে না মুদিয়ালি ক্লাব

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০১৮
news-image
উৎসব প্রিয় মানুষ বছরভর অপেক্ষা করে থাকেন‌ এই কয়েকটা দিনের জন্য। তবে নিরঞ্জনের সঙ্গে সঙ্গে মানুষের মনে বাজে বিষাদের সুর। নিরঞ্জন পর্বেও যাতে আনন্দ‌ উদযাপন করা যায়, তারই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো, গত দু’বছর থেকে রেড রোডে হয়ে আসছে কার্নিভালের আয়োজন। ২০১৭ সালে কার্নিভালে অংশ নিয়েছিল মোট ‌৪৫টি পুজো। এবছর অংশ নেবে ৭৫টি পুজো। ২৩ অক্টোবর‌ রেড রোডে প্রদর্শিত হবে কার্নিভাল। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া বিশ্ব বাংলা শারদ সম্মান প্রাপকেরাই মূলত কার্নিভালে অংশ নেবে। কার্নিভালে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিদেশি অতিথিদের। ব্রিটেনসহ কয়েকটি দেশের অতিথিরা উপস্থিত থাকতে পারেন বলে নবান্ন সূত্রে খবর। রেড রোডের মেগা কার্নিভাল দেখতে উপস্থিত থাকবেন বিদেশি প্রতিনিধিরা। বিদেশিদের আপ্যায়নের সমস্ত রকমের ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন। ঝাঁ-চকচকে কার্নিভাল বিদেশিদের মাধ্যমে যাতে গোটা বিশ্বে সমাদৃত হয় তারই উদ্যোগ নিতে চলেছে সরকার।

অন্যবারের মতো এবারও কার্নিভ্যালে অংশ নিচ্ছে না দক্ষিণ কলকাতার অভিজাত মুদিয়ালি ক্লাব সর্বজনীন। যদি কার্নিভ্যালের প্রস্তুতির সময় যে প্রাথমিকভাবে ৭৫ টি ক্লাবের যে তালিকা তৈরি করা হয়েছিল, তার মধ্যে নাম ছিল মুদিয়ালি ক্লাবের। গত ৮৩ বছরের প্রথা মেনে দশমীতেই বিসর্জন দেওয়া হবে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রথা মেনে বিজয়া দশমীতেই প্রতিমার বিসর্জন দেওয়া হবে বলে জানানো হয়েছে ক্লাবের তরফে। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেও মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত অনুষ্ঠানে অংশ না নেওয়ার কথা ঘোষণা করায় প্রশ্ন উঠতে শুরু করে। ক্লাবের তরফে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্তের মধ্যে কোনও বিতর্ক নেই। প্রচলিত রীতি তারা লঙ্ঘন করবেন না বলে, নবান্নে চিঠি দিয়ে ক্লাবের তরফে জানানো হয়েছে বলে সূত্রের খবর।