সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কংগ্রেস ছেড়ে মহারাষ্ট্রের শাসকদল শিব সেনায় যোগ উর্মিলার

News Sundarban.com :
ডিসেম্বর ২, ২০২০
news-image

বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর সম্প্রতি ক্ষুব্ধ মনে কংগ্রেস ছেড়ে মহারাষ্ট্রের শাসকদল শিব সেনায় যোগ দিয়েছেন। নতুন পার্টিতে যোগ দিয়েই কঙ্গনা রানাউতকে নিয়ে মুখ খুলে আবার আলোচনায় এসেছেন তিনি। উর্মিলার  মন্তব্য, “কঙ্গনাকে একটু বেশিই পাত্তা দেওয়া হচ্ছে।”

শিব সেনা দলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন উর্মিলা।  সেখানেই তাকে কঙ্গনা প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তিনি উর্মিলাকে কটাক্ষ করে ‘সফট পর্নস্টার’ তকমা দিয়েছিলেন।

অন্যদিকে সুশান্তের মৃত্যুর পর থেকেই কঙ্গনা উদ্ধব প্রশাসন তথা শিব সেনার উদ্দেশে তোপ দেগে একাধিক মন্তব্য করেছেন। তাই স্বাভাবিকভাবেই উর্মিলা শিব সেনায় যোগ দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে, এবার বোধহয় ‘বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন’কে যোগ্য জবাব দেবেন উর্মিলা।

উর্মিলা মাতন্ডকর বলেন, ‘আমি ওর সঙ্গে কোনওরকম বাকযুদ্ধ চাই না। ওর খুব একটা ভক্তও নই আমি। আমার মনে হয় ওকে নিয়ে অযথা অনেক বেশি কথা বলে ফেলেছি আমরা। সুতরাং আর কিছু বলতে চাই না! আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, যেখানে সকলেরই বাকস্বাধীনতা রয়েছে। যার যা খুশি বলতে পারে। আমি আজ এটা পরিষ্কার করে দিতে চাই যে, কঙ্গনার কোনও কথারই কোনওরকম প্রত্যুত্তর আমি কোনওদিন করিনি।’

অবশ্য এদিন কঙ্গনা প্রসঙ্গ এড়িয়ে গেলেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা বলিউডে যে মাদকচক্র যোগের অভিযোগ এনেছিলেন, সে প্রসঙ্গেও মুখ খুলেন উর্মিলা। বলেছিলেন, ‘কঙ্গনা কি ভুলে গিয়েছেন যে দেশে সবথেকে বেশি গাঁজার চাষ হয় ওর জন্মস্থান হিমাচলেই!’

চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেছেন উর্মিলা। তিনি ‘রঙ্গিলা’, ‘জুদাই’, ‘জঙ্গল’, ‘মাস্ত’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। -ইন্ডিয়ান এক্সপ্রেস