শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যে দেড় লাখেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন

News Sundarban.com :
আগস্ট ২৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  রাজ্যে দেড় লাখেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। তারমধ্যে মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। অন্যদিকে শতাংশর বিচারে জাতীয় হারকে ছাপিয়ে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার ৮০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে তিন হাজার ১৮৯ জন সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় রাজ্যে নতুন করে ২ হাজার ৯৯৭ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ফলে সংক্রমিতর সংখ্যা বেড়ে এক লাখ ৫০ হাজার ৭৭২ জন হয়েছে বলে আজ স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত থেকে ১ লাখ ২১ হাজার ৪৬ জন সুস্থ হয়ে উঠলেন। জাতীয় হারকে ছাপিয়ে আরোগ্যর হার হয়েছে ৮০ দশমিক ২৮ শতাংশ। এই সময়ে আরও ৫৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উত্তর ২৪ পরগনার বিভিন্ন হাসপাতালে ১০ জন ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ১৬ জন মারা গিয়েছেন। ফলে এই নিয়ে ,রাজ্যে করণা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল তিন হাজার ১৭ জন। যার মধ্যে এক হাজার ২৩৮ জন কলকাতা ও ৬৯৭ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।বর্তমানে ২৬ হাজার ৭০৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪২ হাজার ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ১৭ লাখ ১৬ হাজার ৬০৭ জনের নমুনা পরীক্ষা করা হলো।