বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেলেন অর্জুন তেন্ডুলকর

News Sundarban.com :
জুন ৭, ২০১৮
news-image

বাঁ হাতি অলরাউন্ডার অর্জুনকে অনেকসময়েই দেখা গিয়েছে ভারতীয় দলের নেটে ৷ বাবার সঙ্গে দেশের মাঠে হোক কিংবা বিদেশে ভারতীয় দলের প্র্যাকটিসে অনেক সময়েই দেখা গিয়েছে ১৮ বছরের অর্জুন তেন্ডুলকরকে ৷ এবার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরও সচিন পুত্রের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে দেশের ক্রীড়ামহল ৷
অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরে সুযোগ পেলেন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকর ৷ আগামী মাসেই দু’টো চার দিনের ম্যাচ এবং পাঁচটি ওয়ান ডে খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ৷ অর্জুন অবশ্য ওয়ান ডে নয়, তাঁকে দলে নেওয়া হয়েছে চার দিনের ম্যাচগুলির জন্য ৷
ভারতের অনূর্ধ্ব-১৯ নির্বাচক আশিস কাপুর, জ্ঞ্যানেন্দ্র পাণ্ডে এবং রাকেশ পারেখরা মিলে যে দল গড়েছেন, তাতে দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াতকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে চার দিনের ম্যাচের জন্য ৷ অন্যদিকে ওয়ান ডে দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন উত্তর প্রদেশের আর্য দুয়াল ৷