শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রাম ও শহরের কবিদের মেলবন্ধনে উন্মোচন হল ফুলকি পত্রিকা

News Sundarban.com :
নভেম্বর ১০, ২০২৩
news-image

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার ১০ ই নভেম্বর মধ্য কলকাতার ত্রিপুরা হিত সাধনী সভাকক্ষে এক সান্মাসিক পত্রিকা ‘ফুলকি’ -এর যাত্রা শুরু হল। প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি আরণ্যক বসু, উপস্থিত ছিলেন, প্রানী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু বেরা, বিশিষ্ট সমাজসেবী তথা মানবদরদী বিদ্যুৎ কুমার দিন্দা, সাংবাদিক ও লেখক অপূর্ব দাস, অধ্যাপক দেবপ্রসাদ পাল সহ প্রমুখ ।

বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকরা এসেছিলেন এই অনুষ্ঠানে। এই প্রসঙ্গে newssundarban.com এবং ফুলকি পত্রিকার সম্পাদক তাপস পাল বলেন, গ্রাম ও শহরের কবিদের মেলবন্ধন হল এই পত্রিকার মূখ্য উদ্দেশ্য। আমাদের এই পত্রিকায় শুধু আমাদের দেশ নয় বিদেশ থেকে ও কবিদের লেখায় সমৃদ্ধ হয়েছে এই ফুলকি। এটি newssundarban.com এর আরো একটি অংশ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল দাস সিনহা।