শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাম ইনস্টিটিউটের পাঁচ তলায় আগুন, মৃত পাঁচ

News Sundarban.com :
জানুয়ারি ২২, ২০২১
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  পুনের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন। এই বিধ্বংসী আগুনে মৃত্যু হয়েছে পাঁচ জনের। তবে জানা গিয়েছে করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের কোনো ক্ষতি হয়নি। সূত্রে খবর বৃহস্পতিবার দুপুর বেলা সিরাম ইনস্টিটিউটের পাঁচ তলায় আগুন লাগে।

আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আশপাশ ডেকে যায় কালো ধোঁয়ায়। সিরামে আগুন লাগার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে আগুন লাগার স্থল থেকে অনেকটা দূরে করোনা টিকা মজুত করা হচ্ছিল।সূত্রের খবর, ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে চালু হয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ।

সেই ইনস্টিটিউটে আগুন লাগার ঘটনায় যারপরনাই চিন্তিত সকলেই। সিরামের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার জায়গা থেকে অনেকটা দূরে তৈরি হচ্ছিল কোভিশিল্ড। ফলে টিকার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন ও দুটি ট্যাংকার। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলেছে। ধোঁয়ার কারণে উদ্ধারকাজে সমস্যা হয়েছে। আপনি কয়েকটি দল ভষ্মিভূত হয়ে গিয়েছে।