রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবন তথা সবুজ রক্ষার জন্য সাইকেলে চেপে বাংলাদেশে পাড়ি

News Sundarban.com :
অক্টোবর ৫, ২০১৭
news-image

বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছিলেন ২০১০ সালে। তখনই প্রথমবার নিজের শখের সাইকেলে চেপে দেশবাসীকে বিশ্ব উষ্ণায়নের বিষয়ে সচেতন করতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত পাড়ি দিয়েছেন পেশায় পার্শ্ব শিক্ষক রামপ্রসাদ নস্কর। লড়াইটা মোটেই সহজ নয় তা জেনেও সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় এই লড়াইয়ের ময়দানে একাই উত্তীর্ণ হয়েছেন রামপ্রসাদ। তবে স্ত্রী ও পরিবারের বাকী সদস্যরা সকলেই রয়েছেন রামপ্রসাদের সাথে। তাই বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ ও সবুজ বাঁচানোর লক্ষ্যে এবার সাইকেলে চেপেই বাংলাদেশ পাড়ি দিতে বেড়িয়ে পড়েছেন তিনি।
দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার সুভাষগ্রামের বাসিন্দা রামপ্রসাদ নস্কর ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি যত্নশীল। পরিবেশ বান্ধব হওয়ায় চলাচলের জন্য নিজের সাইকেলেই তিনি যত্রতত্র ঘুরে বেড়ান। এমনকি বছর কয়েক আগে দীর্ঘপথ অতিক্রম করে সাইকেল চেপেই বিয়ে করতে গিয়েছিলেন রামপ্রসাদ। শ্বশুরবাড়ির লোক প্রথমে রাজী না হলেও পরে রামপ্রসাদের যুক্তির কাছে আত্মসমর্পণ করেন তারা। বছরে দু একবার অন্যান্য গাড়ি ঘোড়া চরলেও সাড়া বছরই নিজের এই দুচাকায় ভর দিয়ে সমস্ত গন্তব্যস্থলে পাড়ি দেন তিনি। ইতিমধ্যেই দেশের প্রায় সমস্ত রাজ্যের পরিবেশ দপ্তরের সাথে যোগাযোগ করে সকল রাজ্যেই বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের জন্য সচেতনতা যাত্রা করেছেন রামপ্রসাদ। দেশের বিভিন্ন স্কুল, কলেজে গিয়ে ও ছাত্র ছাত্রীদের এ বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। এবারে তার লক্ষ্য সুন্দরবন তথা সবুজ রক্ষা। সুন্দরবনের বেশীরভাগ অংশই বাংলাদেশের সীমানার অধীন। তাই সুন্দরবন তথা সবুজ রক্ষার জন্য বাংলাদেশে পাড়ি দিয়ে সেখানকার মানুষকে সচেতন করবেন বলে রওনা দিয়েছেন রামপ্রসাদ।