বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জুতাতে বসানো ১৫ ক্যারেট নিখাদ হীরে

News Sundarban.com :
সেপ্টেম্বর ৩০, ২০১৮
news-image

এক পাটি জুতার দাম ১৭ মিলিয়ন ডলার! এমন খবরে অবাক হয়েছেন নিশ্চয়! সবাইকে চমকে দেওয়ার মতই কাণ্ড করেছে দুবাইয়ের একটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আসলে ওই এক পাটি জুতা যেনতেনভাবে বানানো হয়নি। এতে রয়েছে স্বর্ণ, রেশম ও হীরা।

এনডিটিভি জানায়, বিশ্বের বিখ্যাত ফ্যাশন হাউসগুলো তাদের দামী জামা কাপড় বিক্রির জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়েছে। ঠিক এমন সময়ে দুবাইয়ের ‘জাদা দুবাই’ ডিজাইন বুধবার এক জোড়া জুতা ক্রেতাদের সামনে নিয়ে এসেছে।

দুটি জুতারই বুড়ো আঙুলের সামনে রয়েছে বৃত্তাকার, ১৫ ক্যারেট নিখাদ হীরে বসানো।

এ বিষয়ে প্যাশন জুয়েলার্সের মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তা হেমন্ত করমচান্দনি বলেন ‘দুবাই হল লাখপতি ও কোটিপতিদের শহর! উপসাগরীয় অঞ্চলসহ গোটা আরবকেই আমাদের সম্ভাব্য বাজার বলে লক্ষ্য করেছি।’ প্যাশন জুয়েলারিই জুতা তৈরির রত্ন জোগান দিয়েছে বলে জানান তিনি।