শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে ৭০ জনে প্রাণহানি

News Sundarban.com :
ডিসেম্বর ১২, ২০২১
news-image

শক্তিশালী টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এ তথ্য জানিয়েছেন কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার। এ আগে তিনিই ৫০জন মানুষের প্রাণহানির খবর জানিয়েছিলেন।

বিধ্বংসী এ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কেনটাকির বিভিন্ন এলাকা।  শুক্রবার রাতে ৩৬৫ কিলোমিটার গতিতে টর্নেডোটি কেনটাকিজুড়ে আঘাত হানে। এই আঘাত দেশটির আরও কয়েকটি অঙ্গরাজ্যে প্রভাব ফেলে। ক্ষয়ক্ষতি হয়েছে ইলিনয়, আরকানসাস ও টেনেসি অঙ্গরাজ্যেরও কয়েকটি এলাকা। এসব স্থানেও হতাহতের ঘটনা ঘটেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ টর্নেডোকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন গভর্নর বেশিয়ার। তখন তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। সংখ্যাটা ৭০ থেকে ১০০ হতে পারে। এটি ধ্বংসাত্মক ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

গভর্নর বলেন, টর্নেডোর আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়ে। এতেই বেশি হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমন আশঙ্কা থেকে মধ্যরাতের আগেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল বলেও জানান তিনি।