বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম

News Sundarban.com :
জানুয়ারি ১৫, ২০২৪
news-image

মকর সংক্রান্তির পুণ্যলগ্নে পুণ্যলাভের আশায় গঙ্গায় পুণ্যস্নান করলেন অগণিত পুণ্যার্থীরা। মনস্কামনা পূরণে গঙ্গাসাগরে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে এবারও। কনকনে ঠান্ডার মধ্যেই রবিবার মাঝরাত থেকে শুরু হয় পুণ্যস্নান। বহু পুণ্যার্থী সোমবার ভোরেও পুণ্যস্নান করেন। সাগরে স্নানের পাশাপাশি, কপিল মুনির আশ্রমেও পুজো দেন পুণ্যার্থীরা।

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। আকাশপথে ও জলপথে চলছে নজরদারি। উপকূলরক্ষী বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনীও। এবার রেকর্ড সংখ্যক পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগরে, সংখ্যাটি ৪৫ লক্ষের বেশি। এদিকে, ঘন কুয়াশার কারণে সোমবার ভোর থেকেই গঙ্গাসাগরমুখী বাস ও ভেসেল পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তির শিকার হন পুণ্যার্থীরা।