মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় স্বীকৃতি পায়নি গঙ্গাসাগর মেলা, আক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

News Sundarban.com :
জানুয়ারি ৮, ২০২৪
news-image

কেন্দ্রীয় স্বীকৃতি পায়নি গঙ্গাসাগর মেলা। তা নিয়ে আক্ষেপ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এদিন মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর সবচেয়ে বড় মেলা। রাজ্যে পালাবদলের পর থেকেই সাগরের উন্নয়ন হয়েছে। কিন্তু তার পরেও গঙ্গাসাগরে পৌঁছনো বেশ কঠিন।

কারণ দেশের অন্যান্য প্রান্তের ধর্মীয় ও ঐতিহ্যপূর্ণ মেলাগুলিতে পৌঁছনোর জন্য সড়কপথ, রেলপথ রয়েছে। কিন্তু গঙ্গাসাগরে যাওয়ার উপায় শুধুমাত্র জলপথ। ভেসেল বা নৌকায় চড়েই গঙ্গাসাগর যেতে হয়। ফলে যাত্রাপথ বেশ কঠিন। তার পরেও প্রতি বছর ৮০ থেকে ৯০ লক্ষ মানুষ মেলায় আসেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তার পরেও কেন গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র স্বীকৃতি দিল না, তা নিয়ে তাঁর আক্ষেপ ব্যক্ত করেন এদিন।

এবারের মেলায় পর্যটক বা পুন্যার্থীদের টানতে শুধুমাত্র আলোকসজ্জায় ৮ কোটি টাকা খরচ হয়েছে।