বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বছরের শুরুতে পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে সৌদি

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৮, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: করোনা ভাইরাসের জেরে জেরবার গোটা বিশ্ব। সংক্রমণ প্রতিরোধ করতে একাধিক দেশ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নতুন বছরের শুরুতে পর্যটন ভিসা চালু করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। সৌদি আরবের পর্যটন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বছর শুরু হতে চলেছে পর্যটন ভিসা।

করোনা আবহের কারণেই সংক্রমণ ঠেকাতে সৌদি সরকার কঠোর সিদ্ধান্ত নিয়েছিল। বাইরে থেকে দেশের মধ্যে যাতে সংক্রমণ ঢুকতে না পারে তার জন্য ভিসা পদ্ধতি স্থগিত রেখে ছিল সে দেশের প্রশাসন। কিন্তু এখন পর্যটন দপ্তরের চাঙ্গা করতে নতুন করে শুরু করতে চলেছে পর্যটন ভিসা। এক সাক্ষাৎকারে সৌদি আরবের পর্যটন প্রধান আহমেদ আল খতিব জানিয়েছেন, পর্যটন ভিসা চালু করার বিষয়ে আমরা আলোচনা করেছি। নতুন বছরের শুরুর দিকে এই পদ্ধতি চালু হতে পারে।

এই পরিস্থিতি আরও একটু উন্নত হলেই বা প্রতিষেধক এর বিষয়ে ইতিবাচক তথ্য পাওয়া গেলে এই পদ্ধতি আরও দ্রুত করা হবে। করোনার কারণে পর্যটন বন্ধ রাখার দরুন ক্ষতি হয়েছে প্রচুর। গরমের সময় ঘরোয়া পর্যটনের দিকে নজর দেওয়া হবে। এর থেকে সৌদি অর্থনীতি কিছুটা রক্ষা পাবে।