রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দূষণ বাড়তেই পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতা, দিল্লির বাতাসের গুণমান পৌঁছল ৫০৪-এ

News Sundarban.com :
নভেম্বর ৪, ২০২৩
news-image

বিপদসীমার অনেক উপরে দিল্লির বাতাসের গুণমান। শনিবার সকালেই দিল্লির বাতাসের গুণমান পৌঁছল ৫০৪-এ । যা বিপদসীমার অনেক উপরে। দূষণ বাড়তেই পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতা। শ্বাসকষ্ট, হাঁপানির মতো রোগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে চোখের সমস্যাও।

গত সপ্তাহ থেকেই দূষণ বেড়েছে দিল্লিতে। শুক্রবারই দিল্লির একিউআই বা বাতাসের গুণমান ৫০০-র গণ্ডি পার করেছিল। এদিন সকালেও ঘন ধোঁয়াশায় ঢাকা ছিল সমগ্র দিল্লি। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, দিল্লির একাধিক অঞ্চলেই বাতাসের গুণমান ‘চরম’ সীমায় রয়েছে। আনন্দ বিহারে বাতাসের গুণমান রয়েছে ৪৪৮, জাহাঙ্গিরপুরীতে বাতাসের গুণমান ৪২১, দ্বারকায় ৪৩৫ ও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতাসের গুণমান ৪২১-এ রয়েছে।

দিল্লির এই দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুরসভার তরফে ৫১৭টি নজরদারি দল তৈরি করা হয়েছে। মোট ১১১৯ অফিসার দিল্লি জুড়ে খড়কুটো জ্বালানো, বেআইনি নির্মাণ ও বাড়ি ভাঙার কাজের উপরে নজরদারি চালাবে। আপাতত নির্মাণ ও বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। অন্যদিকে, চরম বায়ুদূষণের জেরে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা দিচ্ছে।