শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ

News Sundarban.com :
আগস্ট ৮, ২০২০
news-image

করোনা আবহের মধ্যেই শুক্রবার প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। বছর জয়েন্ট এন্ট্রান্সে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জের সৌরদীপ দাস। বাড়ি রায়গঞ্জে হলেও পড়াশোনা করেছে দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো এবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সেও কলকাতাকে পিছনে ফেলে এগিয়ে গেল জেলা।

দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম বর্ধমানের শুভম ঘোষ। দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র শুভম। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ঢাকুরিয়ার সীমান্তি দে। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী সে। চতুর্থ হয়েছে হাওড়া সাঁতরাগাছির উতসব বসু। সাউথ পয়েন্ট হাইস্কুলে পড়াশোনা করেছে সে। পঞ্চম স্থানে রয়েছে দুর্গাপুরের ডিএমভি মডেল স্কুলের আরও এক পড়ুয়া বাঁকুড়ার বাসিন্দা পূর্ণেন্দু সেন।

কলকাতার রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের আরও এক ছাত্র অঙ্কুর ভৌমিক রয়েছে ষষ্ঠ স্থানে। সপ্তম স্থানাধিকারী গার্ডেন হাইস্কুলের ছাত্র কলকাতার সল্টলেকের সোহম সমাদ্দার।অষ্টম স্থানে রয়েছে বেহালার আর্য মন্দিরের ছাত্র অরিত্র মিত্র। মেধাতালিকার নবম স্থান দখল করেছে কাঁকুড়গাছির বাসিন্দা সল্টলেকের সেন্ট জোনস স্কুলের ছাত্র গৌরিক মাসকারা। দশম স্থানাধিকারী লাল বাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র অর্ক দত্ত। তাঁর বাড়ি হাওরার শিবপুরে।

উল্লেখ্য, চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। এদিন ফল প্রকাশের পরই দ্রুত কাউন্সেলিং এর প্রক্রিয়াও শেষ করা হবে জানিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কাউন্সেলিং হবে অনলাইন মাধ্যমেই। প্রায় ১৭ হাজার ছাত্রছাত্রী কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইনে কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে। কাউন্সেলিং এর জন্য এই বছর কোনও টাকা দিতে হবেনা বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭৫ হাজার।