শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সালমান খানকে বিদেশে ভ্রমণের অনুমতি দিয়েছে আদালত

News Sundarban.com :
এপ্রিল ১৮, ২০১৮
news-image

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় দণ্ড পাওয়ার পর জামিনে মুক্ত থাকা বলিউড তারকা সালমান খানকে বিদেশে ভ্রমণের অনুমতি দিয়েছে আদালত।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারতের যোধপুর দায়রা জজ আদালতের বিচারক এ অনুমতি দেন বলে ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

‘ভাইজানের’ বিদেশে যাওয়ার এ অনুমতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলিউড পাড়ায়। এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমারই শুটিং বন্ধ রয়েছে সালমানের জন্য; যেগুলোর অধিকাংশই হওয়ার কথা রয়েছে দেশের বাইরে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, আদালতের বিচারক চন্দ্র কুমার সোংগারা সালমানকে যুক্তরাষ্ট্র, কানাডা আর নেপাল ভ্রমণের অনুমতি দিয়েছেন। আগামী ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এসব দেশে ভ্রমণ করতে পারবেন তিনি।

১৯৯৮ সালের অক্টোবরে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে।

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯/৫১ ধারায় দোষী প্রমাণিত হন সালমান। গত ৫ এপ্রিল ওই মামলায় সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় যোধপুরের আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পান বলিউড তারকা টাবু, নীলম, সোনালি বেন্দ্রে ও সাইফ আলি খান।

দুইদিন কারাগারে থাকার পর ৭ এপ্রিল বিকেলে যোধপুরের আদালত সালমান খানের জামিন মঞ্জুর করেন। এদিন জামিন মঞ্জুরের পাশাপাশি সালমানকে আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।