সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরডিতে সাঁইবাবার দর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

News Sundarban.com :
অক্টোবর ২৫, ২০২৩
news-image

মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শিরডিতে সাঁইবাবার দর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সাঁইবাবার দর্শনের পর প্রধানমন্ত্রী ৭৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেলা ১টা নাগাদ আহমেদনগর জেলার শিরডি পৌঁছোবেন। সেখানে তিনি শ্রী সাঁইবাবার সমাধি মন্দিরে পুজো দেবেন এবং দর্শন করবেন। মন্দিরে নতুন দর্শন কাতার পরিসরের উদ্বোধনও করবেন মোদী। ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী এই দর্শন কাতার কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপর দুপুর ২টো নাগাদ প্রধানমন্ত্রী নীলাভান্দে বাঁধের জলপুজন ও বাঁধের খালের উদ্বোধন করবেন। সবশেষে দুপুর ৩টে ১৫ নাগাদ অনুষ্ঠান চলাকালীন তিনি স্বাস্থ্য, রেলপথ, সড়ক, তেল ও গ্যাসের মতো সেক্টরে প্রায় ৭,৫০০ কোটি টাকার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।