শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পালিয়ে ১০ বছর বনে ছিলেন ম্যালকম

News Sundarban.com :
অক্টোবর ১৮, ২০১৭
news-image

স্ত্রীর জন্য তাজমহল গড়ার কথা জানি। সমুদ্রপথ গাড়ি দেওয়ার কথাও শোনা গেছে। মাঝে মাঝে স্ত্রীর জন্য ঘর ছাড়ার কথা শোনা যায়। তবে যুক্তরাজ্যের এক নাগরিক স্ত্রীর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পালিয়ে ১০ বছর বনে ছিলেন।

ডেইলি মেইল ও এবিসিটুনিউজের খবরে বলা হয়েছে, তিন বছর আগে বিয়ে হয় ম্যালকম অ্যাপলগেটের। বিয়ের পর থেকেই ম্যালকমের জীবন নাকি তাঁর স্ত্রী নাজেহাল করে ছাড়েন। কথা নেই, বার্তা নেই পান থেকে চুন খসলেই শুরু হয়ে যায় ঝগড়া। শেষ পর্যন্ত পেরে না উঠে ম্যালকম বনে পালিয়ে যান। সেখানেই কাটিয়ে দেন এক–দুই নয়, পুরো ১০টি বছর।

ম্যালকমের বয়স এখন ৬২। পেশায় মালি। সম্প্রতি জীবনের এমন কাহিনি লন্ডনের ইমাউজ গ্রিনউইচ নামে এক সংস্থাকে জানিয়েছেন। এ সংস্থাটি যারা বাস্তুহীন, তাদের আশ্রয় দিয়ে থাকে।

১০ বছর ধরে না পেয়ে পরিবারের সদস্যেরা ধরেই নিয়েছিল ম্যালকম আর বেঁচে নেই। কিন্তু হঠাৎ ১০ বছর পরে ম্যালকম তাঁর বোনকে ফোন করেন। আর বোন ফোন পেয়ে বিশ্বাসই করতে পারছিলেন না, ভাই বেঁচে আছেন। তিনি ভাইয়ের সঙ্গে এত বছর পর কথা বলছেন।

ম্যালকম জানান, বিয়ের পর তাঁর স্ত্রী চাইতেন না সে বাসার বাইরে থাকুক। বেশি কাজ করলেও তাঁর স্ত্রী রেগে যেতেন। আর ম্যালকমের ওপর তাঁর প্রভাব দিন দিন বেড়েই চলছিল। আর উপায়ান্তর না দেখে বনে চলে যান তিনি।

মালির কাজটি বেশ পছন্দ করতেন ম্যালকম। তিনি বলেন, ‘চাকরিটি আমি পছন্দ করতাম। আমি এখনো উদ্যান পালন করতে ভালোবাসি। আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমার জীবন ক্রমবর্ধমান অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু বিয়ের পর কাজে বেশি সময় দেওয়াসহ নানা কিছু নিয়ে বাগ্‌বিতণ্ডা হতো স্ত্রীর সঙ্গে। অতিষ্ঠ হয়ে পালিয়ে যাই।’