শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাম্পের আক্রমণের প্রতিবাদে আমেরিকার সঙ্গে যোগাযোগ ছিন্ন করল পাকিস্তান

News Sundarban.com :
আগস্ট ৩০, ২০১৭
news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের প্রতিবাদে আমেরিকার সঙ্গে সবধরনের দ্বিপাক্ষিক আলোচনা, সফর সবকিছু আপাতত ছিন্ন করেছে পাকিস্তান। পাকিস্তান সরকারের তরফে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
ইসলামাবাদের তরফে আরও বলা হয়েছে, আগামী মাসে পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসির মার্কিন সফরের আগে, পাকিস্তান ওয়াশিংটনের সঙ্গে কোনওরকমের প্রকাশ্য আলোচনায় বসবে না। পাকিস্তানের বিদেশমন্ত্রী খওয়াজা মহম্মদ আসিফ জানিয়ে দিয়েছেন, সম্প্রতি তাঁরা এক উচ্চপদস্থ মার্কিন আধিকারিকের পাকিস্তান সফর পিছিয়ে দিয়েছেন, কারণ এখন পরিস্থিতি সেই সফরের অনুকূল নয়। বিশেষজ্ঞমহলের ধারণা, বাস্তবে ট্রাম্পের সমালোচনার প্রতিবাদেই পাকিস্তানের এই পদক্ষেপ। এমনকী গতসপ্তাহে পাক বিদেশমন্ত্রীর নিজের মার্কিন সফর বাতিল করার পরোক্ষ কারণ ট্রাম্পের পাকিস্তান সম্পর্কে সাম্প্রতিক মন্তব্য। মূলত, পাকিস্তানকে সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য বলে তোপ দাগেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী তিনি একথাও বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া থেকে পিছিয়ে না আসে, তাহলে আন্তর্জাতিক মহল থেকে এখন যে সাহায্য পাচ্ছে ইসলামাবাদ, হয়ত সেটাও অনিশ্চিত হয়ে যাবে। ট্রাম্প বলেন, পাকিস্তানকে বিলিয়ন ডলার দিয়ে সাহায্য করা হচ্ছে। অথচ সেই টাকাই পাকিস্তান সন্ত্রাসকে মদত দেওয়ায় ব্যবহার করছে, মন্তব্য করেন ট্রাম্প।
এমনকী মার্কিন প্রশাসনের এই আক্রমণের পাল্টা জবাব দেওয়ার জন্যে একটি বিশেষ কমিটিও গঠন করেছে পাক সেনেট।