সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গাজায় ইজরায়েলের বিরুদ্ধে বোমা ফেলার অভিযোগ প্যালেস্তাইনের

News Sundarban.com :
অক্টোবর ২০, ২০২৩
news-image

গাজায় ইজরায়েলের বিরুদ্ধে বোমা ফেলার অভিযোগ প্যালেস্তাইনের। এই ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলেই দাবি প্যালেস্তাইন প্রশাসনের। যদিও এই খবর অস্বীকার করেছে তেল আভিভ।

প্যালেস্তাইনের হামাস নিয়ন্ত্রিত মন্ত্রক থেকে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার রাতে গাজার একটি গির্জার উপর বোমা ফেলা হয়েছে। যেখানে আশ্রয় নিয়েছিলেন যুদ্ধপীড়িত মানুষ। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গির্জার কাছের একটি এলাকায় হামলা চালাতে চেয়েছিল ইজরায়েল বাহিনী। কিন্তু ক্ষেপণাস্ত্র এসে পড়ে গির্জার ওপর। ইজরায়েল-হামাস সংঘাতে ক্ষতির মুখে পড়া গাজার বহু পরিবার ওই গির্জায় আশ্রয় নিয়েছিল। এর জেরে আশ্রিতদের অনেকের মৃত্যু হয়। বহু মানুষ আহত হয়েছেন বলে দাবি হামাসের।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইজরায়েল সংঘাত ক্রমেই বড় আকার ধারণ করছে। সেই সংঘর্ষ নিয়ে কার্যত দুই মেরুতে বিভক্ত হয়ে গিয়েছে গোটা বিশ্ব। ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে মৃতের সংখ্যা ইতিমধ্যেই সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যাও ছাড়িয়েছে ১২ হাজার।