শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিস্তায় বয়ে গিয়েছে সেনা সরঞ্জাম, প্রবল জলের তোড়ে ধুয়ে মুছে গিয়েছ বহু বাড়ি, রাস্তা, সেতু

News Sundarban.com :
অক্টোবর ৬, ২০২৩
news-image

সিকিমে ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জন্য ফুলেফেঁপে উঠেছে তিস্তা। দু-কূল ছাপিয়ে বয়েছে। প্রবল জলের তোড়ে ধুয়ে মুছে গিয়েছ বহু বাড়ি, রাস্তা, সেতু।

জলের তোড়ে ভেসেছে সেনা শিবিরও। আর তারই সঙ্গে তিস্তায় বয়ে গিয়েছে সেনা সরঞ্জাম। এবার সেই সরঞ্জামের কথা বলেই তিস্তার নিম্ন অববাহিকা অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করল সেনা।

পিআরও ডিফেন্স-এর তরফে বলা হয়েছে। বন্যার কারণে সামরিক সরঞ্জাম তিস্তায় ভেসে গিয়েছে, তার মধ্যে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকও রয়েছে। সেনার তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

নদীতে বা নদীর পাশে কোনওরকম অচেনা জিনিস দেখলে, কোনওরকম প্যাকেজ বা আগ্নেয়াস্ত্র দেখলে তা হাত দিতে বারণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে স্থানীয় থানায়। ভেসে যাওয়া জিনিসপত্র উদ্ধারের জন্য একাধিক তল্লাশি দল পাঠানো হয়েছে সেনার তরফে।

জলপাইগুড়ি পুলিশের তরফেও একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেনার বক্তব্য সেখানে তুলে ধরে জানানো হয়েছে- কোনওরকম সরঞ্জাম পড়ে থাকলেও তাতে কোনওভাবেই হাত দেওয়া যাবে না। কারণ তাতে বিস্ফোরক থাকলে তা মারাত্মক বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছে পুলিশ।