শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা

News Sundarban.com :
আগস্ট ৩, ২০১৮
news-image

নিম্নচাপ এর প্রভাবে রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতা-সহ উপকূলের জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে কয়েক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে নাজেহাল শহরবাসী ৷ তবে একেবারে নিস্তার এখনই মিলছে না ৷ এদিন দুপুরের পর থেকে আকাশ অন্ধকার হয়ে এসেছে ৷ অন্যদিকে গাঙ্গেয় পশ্চিবঙ্গ ও বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের ভারী বৃষঅটির পূর্বাভাস রয়েছে ৷ উত্তরপ্রদেশ-অসম বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ৷ আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, রাজ্যে আরও দু’দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে । গভীর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে তাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।