শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আদৌ সিরিয়ালের শুটিং শুরু হবে কিনা সেই ধোঁয়াশা কাটল না

News Sundarban.com :
আগস্ট ২১, ২০১৮
news-image

আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের মধ্যে নানা আলোচনা ৷ তবুও মিলল না রফা সূত্র ৷ মেগা সিরিয়াল পড়ল মেগা সমস্যার মুখে ৷ দাবিতে অনড় থাকল আর্টিস্ট ফোরাম ৷ বন্ধ হল সমস্ত বাংলা সিরিয়ালের শুটিং ৷ সোমবারের পর মঙ্গলবারেও মেগা সিরিয়ালের শুটিং বন্ধই থাকল টালিগঞ্জে। এদিন সকালে নজরুল মঞ্চে সাধারন সমিতির বৈঠক শেষে আর্টিস্টস ফোরামের তরফে জানিয়ে দেওয়া হয়, নিজেদের সিদ্ধান্তে অনড় থাকছেন তাঁরা। তবে শুটিং শুরু করার আবেদন জানিয়েছেন ফোরামের কার্যকরী সভাপতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
সিরিয়াল বন্ধের জেরে এবার সমস্যায় পড়তে পারে সিনেমার শ্যুটিংও ৷ ইমপা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বন্ধ হতে পারে টলিপাড়ায় সিনেমার শ্যুটিং ৷ সূত্রের খবর, অভিনেতা-প্রযোজক কাজিয়ায় বন্ধ সিরিয়ালের শুটিংয়ে বন্ধের প্রভাব পড়তে পারে ছবির শুটিংয়ে ৷ আগামী ৭ দিনের মধ্যে বন্ধ হতে পারে ছবির কাজ ৷ এরকমই সিদ্ধান্ত নিতে চলেছেন ইমপা অন্তর্ভুক্ত প্রযোজকরা ৷ সিরিয়াল বন্ধের জের এবার পড়তে পারে সিনেমাতেও ৷ পেরিয়ে গিয়েছে চারদিন। এখনও শুটিং বন্ধ টালিগঞ্জে। বাধ্য হয়েই সোমবার থেকে রিপিট টেলিকাস্টের পথে হেঁটেছে চ্যানেল। সোমবারই প্রযোজকদের তরফে জানানো হয়েছিল, শিল্পীদের দাবি তাঁদের একপেশে বলে মনে হচ্ছে। জুলাই মাসের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানিয়ে দেন প্রযোজকেরা।
মঙ্গলবার সকালে নজরুল মঞ্চে বসে আর্টিস্টস ফোরামের কার্যকরী সমিতির বৈঠক। তবে নিজেদের অবস্থান থেকে সরে আসতে যে অভিনেতারা নারাজ, বৈঠক শেষে সেকথা জানিয়ে দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রযোজকদের উদ্দেশ্যে শুটিং শুরুর আবেদন জানিয়েছেন প্রসেনজিৎ। যদিও আর্টিস্টস ফোরামের আবেদন মেনেই শনিবার থেকে কাজ বন্ধ করেছিলেন অভিনেতারা। তাহলে ঠিক প্রযোজকদের উদ্দেশ্যে এই আবেদন কেন? সেবিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে প্রযোজকদের তরফে এদিন কোনও বৈঠক হয়নি। দেওয়া হয়নি কোনও বিবৃতিও। ফলে বুধবার থেকে আদৌ সিরিয়ালের শুটিং শুরু হবে কিনা সেই ধোঁয়াশা কাটল না।